Music Downloads & Lyrics
এই
চামিলি এখানে এইভাবে চুপচাপ বসে আছিস যে
কি করবো ভে করে নাচবো
আরে বাবা এইভাবে কথা বলছিস কেন কেন বলবো
না তুই তো ফুল সহীদের ট্রেনিং আর ডাকাতি
নিয়ে ব্যস্ত আছিস। আমার কথা তো একবারও
মনে পড়ে না।
ওহো এই কথা স্যার। আরে আমার পৃথিবীতে
চামেলি ছাড়া কেউ কোনদিন ছিলও না। এখনো
নেই আর কোনদিন থাকবিও না। আয় বুকে
আয়। কতদিন তোকে বুকে নিয়ে আদর করি না।
বাবা
শোনো শোনো চাঁদ
বদনী তুমি আমার হেমা
মালিনী তোমারি প্রেমের আমি ভ্রমণ হবো খুলে
খুলে উড়ে নবী ও চন্দ্র বউ তুমি আমার সাত
রাজার ধন আহা তুমি আমার
অমিতাজন দিতে পারি সবকছু যদি তুমি চাও
কাছে এসে তুমি সুখে ভাসাও সাত রাজা ধরে
শোন শোন চাঁদ বদনে
ও আ
হায়রে বুকটা খা করে ওরে মোর প্রেম জরে যদি
না থাকো পাশে বাজি বলো কি করে জরের ওষুধ
জানি তোমাকে দেবো আমি আমার কাছে তুমি
জীবনের দাম পেতে পারি সবকিছু যদি তুমি চাও
কাছে শি তুমি সুখে ভাসাও ও সাত রাজার ঘরে
শোনো শোনো চাঁদ বাদনী
তুমি আমার প্রেমা
মালিনী তোমারি প্রেমের আমি ভমর হবো ফুলে
ফুলে উড়ে না খাবো ও যত তুমি আমার অমিতা
বচন আরে ওহো
আহা
আহা
আহা তোমাকে ভালোবাসি তাই তো ছুটে আসি
আমাকে ছেড়ে গেলে দেব যে গলায় ফাসি না যাবো
না গো কখনো আমি দূরে তোমাকে হারাই যদি
আমিও তো যাবো মোরে তোমার প্রেমের আমি
ভবন ফুলে ফুলে উড়ে না খাবো ও চোখ বন তুমি
আমার সাত রাজার
ধন আহা তুমি আমার অমিতা পচল
দিতে পারি সবকিছু যদি তুমি চাও আছে এসে
তুমি সুখে ভাসাও ও সুখ রাজার শোনো শোনো
চাঁদ
বদনী তুমি আমার প্রেমা
মালিনী তোমারি প্রেমের আমি ভ্রমর হবো ফুলে
ফুলে উড়ে মধু ও চাদনি শোনো শোনো চাঁদ
বদনী
এসেছে
ও আমার চাদঁবদনি গানের লিরিক্স, এমপি3 ডাউনলোড, ভিডিও ডাউনলোড। এই জনপ্রিয় গানটি শোনুন এবং ডাউনলোড করুন ফ্রী মিউজিক হিসেবে। বিশদ লিরিক্স, অডিও, এবং ভিডিও ডাউনলোডের জন্য উপযুক্ত।
Discover "Amar Chadbodoni" lyrics, MP3 download, and video download. Stream and get free music for this popular Megha song. High-quality audio, lyrics, and video download available. Enhance your music experience with official remixes, best versions, and more.