Music Downloads & Lyrics
পোলা সতীর বিয়া পায়ে আলতা দিয়া সাজাও তারে
লাউ
শাড়িতে সখী আয় আয় তোরা
দেখিতে সখী আয় আয় তোরা দেখিতে
থাক দোলের তালে তালে সখী নাচে বেলা হাসে
দাদা এসে বসিল
পাশেতে নালের তালে তালে সখী নাচে বেহুলা
হাসি দাদা এসে বসিল পাশেতে
দাদার মুখে কত কথা দিয়ে সাজে সাজলো বেহুলা
মন মজাই বলো খাই
পিরিতে সেই আয় আয় তোরা
দেখিতে সখী
আয় তোরা দেখিতে
বেহুলা যাবে শ্বশুর বাড়ি লাগাইয়া দাও সোনা
চুরি লোক তোরা শিয়া নেবে
বাড়িতে মেল্লা যাবে শ্বশুর বাড়ি লাগাইয়া
দাও সোনা চুরি লক্ষিন্দর আসিয়া নেবে
বালিতে লক্ষিন্দর আসিয়া গেল সারা বাড়ি ধুম
করিল জোয়ানপুরি আসলো সবাই
নাচিতে সখী আয় আয়
দেখিতে সখী আয় আয় তোরা দেখিতে
বেহুলার চুলে লম্বা বেলি চোখেতে কাজলের
খালি কিলি লাগাইছে দেখো সিদ্ধিতে
বেহুলার চুলে লম্বা বেলি চোখেতে কাজলের
খালি কি দেখলি লাগাইছে দেখো
স্মৃতিতে বিদায় দিল মা জননী অন্তরের ধন
বেহুলা রানী কান্দে দেখো তোরে বাবার
বুকেতে সেখি আয় আয় তোরা
দেখিতে সখী আয় আয় তোরা দেখিতে
বেলা সতীর বিয়া পায়ে আলতা দিয়া সাজাও তারে
লাল টুক
শাড়িতে সখী আয় আয় তোরা
দেখিতে সখী আয় আয় তোরা দেখিতে
বেহুলা সতীর বিয়ালো গানের লিরিক্স, mp3 ডাউনলোড, ভিডিও ডাউনলোড, ফ্রি মিউজিক। এই গানে পাবেন অনন্য সুর, আধুনিক রিমিক্স, অফিসিয়াল ভার্সন।
Discover the lyrics, mp3 download, and video download of the song Behula Sotir Biya Lo by Rana Bappy. Enjoy high-quality audio, free music, and latest releases. Perfect for fans seeking official versions, remixes, and popular hits. Download now for your favorite song!