Music Downloads & Lyrics
তোর মনের নৌকার মাঝি হইয়া বইঠাইতে চাই।
একটা সময় আপন ছিলাম এখন আমি নাই। তোরে
মনের নৌকার মাঝি হইয়া বইঠা বাইতে চাই।
একটা সময় আপন ছিলাম এখন আমি নাই। তোর জন্য
সব হারাইয়া হইছি
দেউলিয়া। বুকের ভেতর রাখছি তোরে। ওরে
প্রাণের পিয়া পাগলিরে তোর পাগলাটা আজ
কান্না করে রোজ একটিবারও দিলিনারে
পাগলাটার খোজ পাগলিরে তোর পাগলাটা আজ
কান্না করে রোজ একটিবারও নিলিনারে
পাগলাটার
ডাক শুনিয়া আসতি ছুটে আমার কাছে তুই আমায়
ভুলে জান পাখিটা এখন আছে কই ডাক শুনিয়া
আসতি ছুটে আমার কাছে তুই আমায় ভুলে জান
পাখিটা এখন আছে কই অনেকদিন তো খুজি আমি
পাইনারে আর দেখা কইরা গেল পাগলি আমায়
জনমেরও একা পাগলিরে তোর পাগলাটা আজ কান্না
করে রোজ একটিবারও দিলিনারে পাগলাটারও খোজ
পাগলিরে তোর পাগলাটা আজ কান্না করে রোজ
একটিবারও নিলিনারে পাগলা
মন নাইরে চোখে আমার বালিশ ভিজে যায়। এদিক
সেদিক পাগলিটারে খুজিয়া
বেড়ায়। ঘুম নাইরে চোখে আমার বালিশ ভিজে
যায়। এদিক সেদিক পাগলিটারে খুজিয়া
বেড়ায়। শূন্য খাঁচা রেখে পাগলি অন্যের
বুকে ঘুমায়। পাগলির এখন এ পাগলের কথা মনে
নাই। পাগলিরে তোর পাগলাটা আজ কান্না করে
রোজ। একটিবারও দিলিনারে পাগলাটারও খোজ।
পাগলিরে তোর পাগলাটা আজ কান্না করে রোজ।
একটিবারও নিলিনারে পাগলাটারও খোজ।
মনোর নৌকা 🔥 মনের নৌকা by Ajgor Ali Bangla Sad Song 2025 এর লিরিক্স, mp3 ডাউনলোড, ভিডিও ডাউনলোড, অডিও, ফ্রি মিউজিক। এই গানটির লিরিক্স, mp3 ডাউনলোড, ভিডিও ডাউনলোড, অডিও, ফ্রি মিউজিক পেতে এখনই দেখুন।
Explore the heartfelt lyrics of Moner Nouka by Ajgor Ali. Download the mp3, video, and audio for free. Get the latest Bangla sad song, official music, remix, and more. Perfect for music lovers seeking emotional Bangla music. Download now for high-quality sound and lyrics.