Music Downloads & Lyrics
আজও এই আক্ষেপ জমেছে
বিষন্নতায় বসে দেখি রক্তিম
আকাশ আজও সেই বিচ্ছেদ বিধে আছে
আধারে সব শেষে ক্লান্তির নিশ্বাস
কেন এ আকাশ আধার কালো বয়ে যায় কেন এ
বৃষ্টি ভেজায়
কেন এ বৃষ্টি চোখে জল মুছে দিয়ে চলে যায়
একা করে
আমার আজ
শূন্যতায় হারিয়ে কথায় জানানো আর হয়নি
তোমায় আজও তুমি শেষ কবিতার শেষ লেখা হয়ে
আছো রমে চিরকাল
আজও আমি
শূন্যতায় হারিয়ে কথায় জানানো আর হয়নি
তোমায়। আজও তুমি শেষ কবিতার শেষ লেখা হয়ে
আছো রবে চিরকাল।
আজও সেই যন্ত্রণা সয়েছি
নীরবতায় দুঃস্বপ্ন তুমি আমার
আজও এই
বিষন্নতা ঘিরে অদৃশ্য দেয়াল বাধা হয়েছিলে
আমার
কেন
দূরে ওই আকাশ তোমায় ডাকে
কেন
দূষণ পথে তোমার স্মৃতি ভাসে
এ আকাশ আধার কালো হয়ে যায় কেন এ বৃষ্টি
ভেজায়
কেন এ বৃষ্টি চোখে জল মুছে দিয়ে চলে যায়
একা করে
আমার আজয়
শূন্যতায় হারিয়ে কোথায় জড়ানো আর হয়নি
তোমায় আজও তুমি শেষ কবিতার শেষ লেখা হয়ে
আছো রবে
চিরকাল আজও আমি
শূন্যতায় হারিয়ে কোথায় জানানো আর হয়নি
তোমায় আজও তুমি শেষ কবিতার শেষ লেখা হয়ে
আছো সরবে চিরকাল
অভিমান লোফি রিমিক্সের গানের লিরিক্স, অ্যাম্পি ডাউনলোড, ভিডিও ডাউনলোড ও অডিও। এই গানটি শামীউ শেজান ও অংকুর গীতিকার দ্বারা তৈরি। ফ্রি মিউজিক, অফিসিয়াল রিমিক্স, হিট ট্র্যাক, অ্যালবাম, রিমিক্স সংস্করণ সহ।
Oviman | Bhiman Lofi Remix lyrics, MP3 download, video download, song, audio, free music, official remix, hit song, new release, popular music. Download the latest version of this top hit song and enjoy high-quality audio and video.