Music Downloads & Lyrics
পরিবর্তন চাই, পরিবর্তন নাই
পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু
কত কিছু করবি দুনিয়াতে অর্জন
শুধু সম্মান ছাড়া বাকি সব বর্জন
পরিবর্তন চাই, পরিবর্তন নাই
পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু
পরিবর্তন চাই, পরিবর্তন নাই
পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু
পরিবর্তন চাই, পরিবর্তন নাই
পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু
কত কিছু করবি দুনিয়াতে অর্জন
শুধু সম্মান ছাড়া বাকি সব বর্জন
৭১ দেখি নাই নিজের চোখে দেখসি ২৪।
বিপ্লবের পরে দেখছি শান্তির মার নাই কোনো হোদিস।
অই তোরা যোগ দিছ দলে দলে ভোট দিছ।
নির্বাচনের আগে আগে বাজার দরের খোজ নিছ।
দাম বারে দিনে দিনে কমার কোনো নাম নাই।
সিন্ডিকেটের জালে আটকা কৃষক শ্রমিক,প্রশাসন এর কাম নাই।
জান যায় গরিবের বাজার করতে এক বেলার।
চিন্তায় পইরা দিন কাটায় মধ্যবিত্ত ব্যাচেলর।
বর্তমান পরিস্থিতি UPSIDE DOWN;
বিদ্যা অর্জন করে মেধাবী,
আর ভাংচুর করে clown, আইয়া শিক্ষা প্রতিষ্ঠানে।
যেনে জ্ঞানী বানায় জাতি।
মেরুদণ্ড ভাইংগা গেলে, সারা দেহের লাইগা ক্ষতি।
স্বাধীন হয়ছে আমার freedom of speech.
বাইচ্চা আছে দেশে যারা কালো টাকায় RICH.
স্বপ্ন এতো কাছে তবু লাগে OUT OF REACH
টাকা নিয়া যায় উপরে যদি হইতে পারো নিচ।
পরিবর্তন চাই, পরিবর্তন নাই
পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু
কত কিছু করবি দুনিয়াতে অর্জন
শুধু সম্মান ছাড়া বাকি সব বর্জন
পরিবর্তন চাই; পরিবর্তন নাই
পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু
পরিবর্তন চাই, পরিবর্তন নাই
পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু
ধরেন আপনার আমার কিছু না দূর্নিতীর কামাই মামাগো।
মানা না কইরা কামা ঝৃণ আর জরিমানা আমাগোই।
কানার পথে আলো,জামানা ভালোনা কার দোষ।
ঝইরা গেলে রক্ত,রক্তের উপরে নাই আপোষ।
টিকে নাই DICTATOR DESCENDANT OF EVIL.
BY WORSHIPING POWER এরা জন্ম দিছে DEVIL.
এগো ভিতরে,নাই কোনো মনসত্ব মানবতা।
আম জনতার রক্ত খাইয়া,সুখে থাকতে পারবো না কেউ কবরে।
ধর্মরে POLITICAL WEAPON বানায় স্বার্থ,
হাসিল করার উদ্দেশ্যে।
এই দেশে,সাম্প্রদায়িক সম্প্রীতি এতো বেশি।
যে বিদেশি ফ্যাসিবাদের চক্রান্ত ব্যার্থ।
আর কিসের? ডর লাগে তর জন্মভূমি বাংলাদেশ।
দরবারে তরবারি লাগা শান।
যদি ভুইলা যান রক্তাক্ত জুলাই।
ভবিষ্যতে আবু সাইদ,মুগ্ধ হইয়া দিবো না কেউ জান।
পরিবর্তন চাই, পরিবর্তন নাই
পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু
কত কিছু করবি দুনিয়াতে অর্জন
শুধু সম্মান ছাড়া বাকি সব বর্জন
পরিবর্তন চাই, পরিবর্তন নাই
পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু
কত কিছু করবি দুনিয়াতে অর্জন
শুধু সম্মান ছাড়া বাকি সব বর্জন
পরিবর্তন চাই, পরিবর্তন নাই
পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু
পরিবর্তন চাই, পরিবর্তন নাই
পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু
পরিবর্তন গানের লিরিক্স ও এমপি3 ডাউনলোড করুন। এই গানের ভিডিও ডাউনলোড করুন এবং অডিও শুনুন। এটি একটি অফিসিয়াল রিমিক্স ও ফ্রী মিউজিক।
Download the lyrics and MP3 of Poriborton by Critical Mahmood ft. Ariyan. Get the official music video and song audio for free. Perfect for music lovers seeking free music, song downloads, and high-quality audio. Enhance your playlist with this popular track today.