Music Downloads & Lyrics
ওটা আপনার
না আমার নয় তবে এসব পড়ে থাকা বাক্সে হাত
দেওয়া ঠিক নয় কোথায় কিসব বমঠম থাকে
গুড
মর্নিং এদিকে আপনাকে বলছি গুড মর্নিং আপনি
মর্নিং আপনি এখানে আমি তো রোজ এখান থেকেই
বাস ধরে অফিসে যাই
কেউ আসার কথা আছে নাকি
না দেখছি যে আশেপাশে পুলিশ আছে কিনা আমি
দেখছি আপনি এখনো আমাকে ক্ষমা করতে পারেননি
ঠিক আছে আরেকবার বলছি সরি
বিনা
চাটনি আরে বিনা চাটনি
ওটা আপনার
না আমার নয়। তবে এসব পড়ে থাকা বাক্সে হাত
দেওয়া ঠিক নয়। কোথায় কিসব বোমঠম থাকে?
আপনি অফিসে যাবেন তো? হুম। আজকে বাসের কি
একটা গন্ডগোল আছে। আপনি একটা কাজ করুন
আপনি মনে হয় একটা ট্যাক্সি ধরে নিন। আমি
ট্যাক্সি রেখে দিচ্ছি। না না আমার হাতে
এখন অনেক সময়। আরে কোথায় সময়? এখন তো
নটা বাজে। এখন তো নিয়ম করে দিয়েছে যে
আপনাকে 10:00 টার সময় অফিস শুরু করতে
হবে। দাঁড়ান আমি ট্যাক্সি রেখে দিচ্ছি।
ভাগ্য খুলে গেছে। এই এই কাগজ ছুড়ে নিবে
না। এই বাক্স রাখো। এই বাক্স নিয়ে কোথায়
যাচ্ছো? বাড়ি। আরে যা দেখবে তাই নিয়ে
বাড়ি চলে যেতে হবে দাও দাদা আমার বাসা
আমাকে দাও ওখানে পড়েছিল ওটা আপনার হয়ে
গেল কি করে আরে ওখানে পড়েছিল না ওটা আমি
ওখানে রেখে দিয়েছিলাম এইতো দাদা কাঁচা ঢব
মেরে দিলেন নিজের জিনিস হলে কেউ ময়লা
ফেলার জায়গা রাখে আমি পেয়েছি এখন আমার
মাল আরে হত ছাড়া ওটা আমার বাবার মাল ওতে
অনেক কাঠের যন্ত্রপাতি আছে আবার একটা
কাঁচা ঢব মেরে দিলেন এক্ষুনি ওই দিদিটাকে
বললেন এতে বোম আছে এখন সেটা কাঠের
যন্ত্রপাতি হয়ে গেল প্রেম করেছিস হুম না
আরে প্রেম করলে এরকম অনেক ঢপ দিতে হয়
আচ্ছা এটা সুটকেস নয়
লাইন কেস এ নিন
কি অবস্থা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে লাইন
বাজি করতে
এটা আপনার নয়
আমার একটু সাবধানে রাখবেন ওর মধ্যে বোমটম
আছে তো ফেটে যেতে পারে
ওটা আপনার হাতে থাকলে আমি কি আপনার সঙ্গে
কথা বলতাম না নাকি আপনাকে দেখে মুখ ফিরে
চলে
যেতে দুবার ভুল হয়েছে আর হবে
না বাসের কোন গন্ডগোল
নেই আসছি
ওম
প্রেম করতে গেলে ঢপ দিতে হয় এই বাংলা গানের লিরিক্স, mp3 ডাউনলোড, ভিডিও ডাউনলোড ও ফ্রি মিউজিক উপভোগ করুন। এই গানের অডিও ও সঙ্গীতের জন্য সেরা সাইট।
Enjoy the Bengali song lyrics, mp3 download, video download, and free music. Get the audio, official version, and remix of this popular song. Perfect for fans seeking high-quality audio and video downloads.